অগ্রসর ডেস্ক : মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ত্রিশ লাখ তাজাপ্রাণ ও দুই লাখ নারীর সম্ভ্রম বিনাশের লাল-সবুজের স্বাধীন দেশের মানুষ-মানবতাবোধ ও উন্নয়নের বাংলাদেশ অব্যাহত রাখার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনও রাজাকারমুক্ত করার আহ্বান জানান কবীর চৌধুরী তন্ময়।
মঙ্গলবার (২০ জুন) বিকাল ৪টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন আয়োজিত চলমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে এ আহ্বান জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
কবীর চৌধুরী তন্ময় বলেন, স্বাধীন-সার্বভৌম ও মুক্তিযুদ্ধের চেতনার উন্নয়নের বাংলাদেশ ধরে রাখার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনও যুদ্ধাপরাধী-রাজাকারমুক্ত করার জন্য আমাদের সকল রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে। ৭৫-এর পর দীর্ঘদিন পাকিস্তানী ছায়া সরকারের হাত থেকে বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আর সেই ধারা অব্যাহত রাখার জন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
তিঁনি আরও বলেন, আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদার সাথে এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ এখন সময়ের অপেক্ষা মাত্র। শেখ হাসিনার যেকোনো ফর্মুলায় বিএনপি-জামায়াত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। ইতোমধ্যেই তাঁরা বিভিন্ন অপতৎপরতার নীল নকশাও তৈরি করছে। আর রাজাকারদের এই কুটকৌশল প্রতিহত করার জন্য রাজনীতিবিদদের সাথে দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পাটির চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি মো. গণি মিয়া বাবুল, লোকশক্তি পার্টির চেয়ারম্যান শাহীকুল আলম টিটু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শাসুল হুদা মামুন, বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ। খবর : সংবাদ বিজ্ঞপ্তি