অগ্রসর রিপোর্ট: এখন পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য সেবা লক্ষ্য করে ২০০ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিসুস জানান, ২০০টি হামলার ব্যাপার তারা যাচাই-বাছাই করে নিশ্চিত হতে পেরেছেন।
দুই দিনে ইউক্রেন সফরে তিনি কিয়েভ থেকে রাশিয়ার প্রতি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তার দাবি, ইউক্রেনে জরুরি ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে না অথচ ইউক্রেনীয়দের এখন সবচেয়ে বেশি জরুরি এটাই দরকার।
এসময় ইউক্রেনের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
সূত্র: সিএনএন