অগ্রসর ডেস্ক : আমাদের চারপাশে রয়েছে নানান রং। মাথার উপর সুবিশাল নীল আকাশ, সবুজ প্রান্তর আর চারপাশে রয়েছে নানা রঙের ফুল। এত রঙের মাঝে কারোর পছন্দের রং নীল আবার কারোর পছন্দের রং লাল, আবার কারোর পছন্দের রং কালো। মানুষের ভিন্নতায় রয়েছে পছন্দের রঙের ভিন্নতা। আপনি কী জানেন আপনার পছন্দের রং প্রকাশ করছে আপনার ব্যক্তিত্ব?
প্রিয় রং বলে দেবে আপনি কেমন মানুষ। এখন আর মানুষকে জানতে দ্বিধা নেই, শুধু জেনে নিন তার প্রিয় রংটি। আসুন তাহলে দেখে নিন আপনার রং আপনার সম্পর্কে কী বলে।
১। নীল
শান্ত, ঠান্ডা, স্থিরতার প্রতীক নীল রং। যারা নীল রং পছন্দ করেন তারা নির্ভরযোগ্য, সংবেদনশীল হয়ে থাকেন। তারা সব সময় অন্যের কথা চিন্তা করে থাকেন। পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং তারা জীবনে স্থায়ীত্ব পছন্দ করেন।
২। কালো
কালো রং পছন্দ করা মানুষেরা শৈল্পিক এবং সেনসিটিভ হয়ে থাকেন। তারা অন্তর্মুখী স্বভাবের হয় না, তবে নিজেদের ব্যক্তিগত ব্যাপারে তারা অন্যের সাথে কথা বলতে পছন্দ করেন না। নিজের ব্যক্তিগর বিষয়ে খুব সাবধানে অন্যের সাথে শেয়ার করে থাকেন।
৩। সাদা
সাদাকে শান্তির প্রতীক বলা হয়। যারা সাদা রং পছন্দ করেন বেশিরভাগ সময় তারা অনেক বেশি সংঘটিত এবং যৌক্তিক হয়ে থাকেন। তারা খুব সাধারণ জীবন পছন্দ করেন এবং তারা স্বাধীন ও আত্মনির্ভরশীল হয়ে থাকেন। অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন না।
৪। লাল
লাল সাহসিকতা প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে লাল ব্যক্তির প্রতি নারী, পুরুষ উভয় আকর্ষণবোধ করে। তারা কিছুটা অনমনীয় এবং লক্ষ্যে অটল থাকে।
৫। সবুজ
সবুজ রং পছন্দকারীরা বিশ্বস্ত, মনখোলা, স্নেহশীল হয়ে থাকেন। সবুজ রং প্রেমীরা অন্যদের চিন্তাকে গুরুত্ব দিয়ে থাকেন। তাদের ব্যাপারে অন্যরা কী চিন্তা করছেন তারা সেটি অনেক গুরুত্ব দিয়ে থাকেন। নিজের সুনাম তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৬। হলুদ
হলুদ রং পছন্দকারীরা জ্ঞান অর্জন করতে এবং তা অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করেন। তারা খুব সহজে সুখী হতে পারে। অল্প কিছুতে তারা সুখ খুঁজে পান।
৭। পার্পেল
পার্পেল রং পছন্দকারীরা শৈল্পিক এবং অনন্য হয়ে থাকেন। তারা অন্যের কাছ থেকে সম্মান অর্জন করতে পারেন। তবে এর সাথে তারা কিছুটা উদ্ধত হন। যা অনেক সময় তাদের ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলে।
৮। গোলাপী
গোলাপী রং পছন্দ যাদের তারা কিছুটা সরল, রোমান্টিক এবং সংবেদনশীল হয়ে থাকেন। নিঃস্বার্থ ভাবে ভালোবাসার অসাধারণ ক্ষমতা তাদের মধ্যে রয়েছে।
৯। ব্রাউন বা বাদামী
আপনি একজন ভালো নির্ভরযোগ্য বন্ধু। যার উপর নিশ্চিন্তে নির্ভর করা যায়। চটকদার কোনো কিছু তারা পছন্দ করেন না, তারা শুধু স্থিতিশীল জীবন যাপন করতে পছন্দ করেন।
১০। গ্রে/ধূসর
প্রতিশ্রুতি ভয় পান গ্রে রং পছন্দকারীরা। কালো এবং সাদার মিশ্রণ হওয়ায় গ্রে এর নিজস্ব কোনো স্বকীয়তা থাকে না। ধারণা করা হয় সাধারণত ধূসর পছন্দকারীরা বোরিং, আবেগশূন্য, বিচ্ছিন্ন দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন।
তথ্যসূত্র : সাইকোলজি টুডে