স্টাফ রিপোর্টার: ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই খবরে দারুণ উচ্ছ্বসিত তিনি।
‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের শুটিংয়ের জন্য কানাডার মন্ট্রিলে রয়েছেন প্রিয়াঙ্কা ও তার মা। মায়ের কাছ থেকেই প্রথম এই খবরটি শুনেছেন প্রিয়াঙ্কা।
‘পদ্মশ্রী’ সম্মাননা প্রাপ্তির খবরে টুইটারে প্রিয়াঙ্কা জানান, এই সম্মানজনক পদকপ্রাপ্তদের তালিকায় তার নাম ওঠায় তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত।
এদিকে প্রিয়াঙ্কা ছাড়াও এবার পদ্মশ্রী পাচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগান। অন্যদিকে এবার ‘পদ্ম বিভূষণ’ খেতাব পাচ্ছেন তামিল ছবির মেগাস্টার রজনীকান্ত, ক্ল্যাসিকাল গায়িকা গিরিজা দেবী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যবসায়ী ধিরু ভাই আম্বানি।
সোমবার ভারত সরকার ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ তিনটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, চলচ্চিত্রে অবদানের জন্য ‘পদ্মভূষণ’ খেতাবের জন্য নির্বাচিত হয়েছেন অভিনেতা অনুপম খের, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা সায়না নেহাল প্রমুখ।
‘পদ্মশ্রী’র জন্য নির্বাচিত হয়েছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অজয় দেবগন ও ‘বাজিরাও মাস্তানি’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া।