অগ্রসর রিপোর্ট : সপ্তাহ শেষে ছুটির দিনটিকে একবারে সাদামাটা করে না কাটিয়ে আনন্দময় করে তুললে পরবর্তী সপ্তাহে কাজের অনুপ্রেরণা পাওয়া যায়। সেই সাথে পরিবারের সবার মধ্যে সম্পর্ক আরও সুন্দর হয়।
দিনটিকে আলাদা করতে যা করতে পারেন-
আগেই পরিকল্পনা করুন ছুটির দিনটা কীভাবে কাটানো যায়।
সম্ভব হলে পরিবারের সবার ছুটি একদিনে নেওয়ার চেষ্টা করুণ।
চেষ্টা করবেন অফিসের ব্যস্ততা এবং টেনশন দুটো থেকেই মুক্ত থাকতে।
সুযোগ হলে অন্য দিনের চাইতে পরিবারকে বেশি সময় দিন, পরিবারের সাথে কাটানো সময়টা খুব সুন্দর করে তুলুন।
প্রতিদিনের একি নিয়মে চলতে চলতে মাঝেমধ্যে অনেকের একঘেয়ামি চলে আসে। তাই নিত্যদিনের রুটিনে পরিবর্তন আনতে পারেন ছুটির দিনে।
ছুটির দিনে সংসারের কাজ সবার মধ্যে কাজ ভাগ করে দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে সবার সাহায্য নিয়ে কাজগুলো গুছিয়ে নিন।
হাতে সময় এবং সুযোগ থাকলে সবার পছন্দমতো রান্না করতে পারেন অথবা পরিবারের সবাইকে নিয়ে বাহিরেও খেতে যেতে পারেন।
বিকেলে ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গায় অথবা বন্ধুদের চায়ের আমন্ত্রণ করতে পারেন নিজের বাসায়।
ছুটির দিনে অভিমান বা মনোমালিন্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
সাপ্তাহিক ছুটির দিনটিকে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ্য করে তুলুন।