স্টাফ রিপোর্টার : নব্য জেএমবির বর্তমান আমির (প্রধান) আইয়ুব বাচ্চু পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। তাকে যেকোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রবিবার (২ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব তথ্য জানান।
শহীদুল হক বলেন, ‘জঙ্গিদের শক্তি ভেঙে দেওয়া গেছে। জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে হলে দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। অনেক জঙ্গি আমাদের অভিযানে নিহত হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে। তাদের আর শক্তি নেই ধ্বংসাত্মক কিছু করার। ব্যাপক অভিযান চালানো হয়েছে। সরকার ও পুলিশের পক্ষ থেকে জনগণকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছিলাম। সে আহ্বানে জনগণ সাড়া দিয়েছে। আলেম-ওলামারাও এগিয়ে এসেছেন। জঙ্গিদের বিরুদ্ধে আমরা যথেষ্ট সফলতা পেয়েছি।’
আইজিপি বলেন, ‘আমরা সব জঙ্গিকে ধরতে সক্ষম হবো। গোয়েন্দারাসহ পুলিশের সবাই কাজ করছি। তারা যত বড়ই হোক না কেন; এরা দুষ্কৃতকারী, মানবতাবিরোধী ও দেশবিরোধী। তাদের অচিরেই গ্রেফতার করা হবে। আমরা জঙ্গি তৎপরতা সম্পর্কে জানবো, আর বসে থাকবো— তা হতে পারে না। প্রশ্নই আসে না। তবে ২০১৩ সালে পুলিশ রাজনৈতিক সহিংসতা ও নাশকতা দমনে ব্যস্ত ছিল। এটাই হচ্ছে বাস্তবতা।’