তাজিকিস্তানের একটি আদালত ১৬ বছর বয়সী এক কিশোরকে সাড়ে ১০ বছরের কারাদন্ড দিয়েছে। তাজিক নাগরিকদের ইসলামিক স্টেট গ্রুপে যোগ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানানোর দায়ে তাকে এ সাজা দেয়া হলো।
বৃহস্পতিবার আদালতের এক কর্মকর্তা এএফপিকে বলেন, হিদয়াতুল্লো ছদ্মনামে কাজ করা তাজিকিস্তানের উত্তরের সুগদ অঞ্চলের স্কুলপড়–য়া এ কিশোর রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক ওদোনোক্লাসনিকি-তে এক হাজার জনকে দলে টানে।
কর্মকর্তা ওই স্কুলছাত্রের নাম উল্লেখ না করে তাকে কিশোর হিসেবে তুলে ধরে এবং তার দন্ডাদেশের মেয়াদের খবর নিশ্চিত করেন। বুধবার তাকে এ দন্ডাদেশ দেয়া হয়।
গত ডিসেম্বরে একটি তাজিক আদালত দেশের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের পতাকা উত্তোলনের দায়ে সাতজনকে সাজা দেয়। এদের মধ্যে তিন কিশোর। আদালত তাদেরকে সাত থেকে ২৭ বছরের কারাদন্ড প্রদান করে।
সরকার জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাখার সাবেক প্রধানসহ প্রায় এক হাজার নাগরিক ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত এ জিহাদি গ্রুপে যোগ দিতে দেশ ত্যাগ করে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।