স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের কাছে ক্ষমা চাইলেন দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।
স্যান্ডার্সের একজন স্টাফ হিলারির গুরুত্বপূর্ণ ভোটের তথ্য চুরি করায় তাকে ক্ষমা চাইতে হলো।
শনিবার নিউ হ্যাম্পশায়ারে দলীয় বিতর্কে অংশ নেয়ার পর হিলারির দাবির মুখে স্যান্ডার্স সরাসরি ক্ষমা চেয়ে বললেন, হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি।
তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্যে উভয় পক্ষকে একযোগে কাজ করার কথা বলেন। একইসঙ্গে তিনি জানান, তথ্য চুরির সাথে জড়িত তার এক স্টাফকে তিনি বরখাস্ত করেছেন।
এদিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বৃহস্পতিবার পার্টির ডাটাবেসে স্যান্ডার্সের প্রচারণা দলের ঢোকা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর প্রতিবাদে স্যান্ডার্সের প্রচারণা দল শুক্রবার ডাটাবেসে প্রবেশের পুনরাধিকার চেয়ে ফেডারেল কোর্টে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বিরুদ্ধে মামলা রুজু করেছে।
উল্লেখ্য, এ ডাটাবেসে ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। যার ভিত্তিতে প্রার্থীর প্রচারণার কৌশল ঠিক করা হয়।
এদিকে হিলারি স্যান্ডার্সের ক্ষমা চাওয়াকে গ্রহণ করেছেন এবং নিরপেক্ষ তদন্তের বিষয়টিকে সমর্থন দিয়েছেন।
বিতর্কে অংশ নেয়া প্রার্থীরা রিপাবলিকান দলে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কড়া সমালোচনা করেন। ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার দাবি করেন।
বিতর্কে মেরিল্যান্ডের সাবেক গভর্ণর মার্টিন ও’মেলি অংশ নেন। তবে মনোনয়ন দৌড়ে হিলারীই এখন এগিয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১৪ ডিসেম্বর এক মুসলিম দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার পর এই প্রথম ডেমোক্রেট প্রার্থীদের বিতর্কটি অনুষ্ঠিত হয়।
তিন প্রার্থীই দেশের চরমপন্থাকে মোকাবেলায় মুসলিম-আমেরিকান কমিউনিটির সাথে আরো নিবিড় কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।