অগ্রসর রিপোর্ট : ১৯৯৮-এর কৃষ্ণসার হরিণ হত্যা মামলা যে সহজে পিছু ছাড়বে না সলমনের তা ফের একবার প্রমাণ হয়ে গেল৷ অস্ত্র আইন মামলায় থেকে নিষ্কৃতি পেলেও বন্য প্রাণী হত্যা মামলায় আজ বুধবার ফের একবার যোধপুর আদালতে হাজির হবার কথা রয়েছে সালমান খান, সাইফ নীলম এবং সোনালি বিন্দ্রেসহ আরও একজনের৷ তবে যোধপুর আদালতে তারকারা আজ হাজির থাকবেন কিনা, সে নিয়ে ধোঁয়াশা রয়েছে৷
সুরজ বরজাতিয়ার ছবি ‘হম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিং চলাকালীন রাজস্থানের কঙ্কোনি গ্রামে এক কৃষ্ণসার হরিণ শিকার করায় মামলায় জড়িয়ে পড়েন এই তারকারা।