স্টাফ রিপোর্টার: ব্রিটেন বৃহস্পতিবার সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জিহাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
সিরিয়ায় বিমান হামলার ওপর পার্লামেন্টে ভোটাভুটির মাত্র কয়েক ঘন্টা পরেই হামলাটি চালানো হল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রয়েল এয়ার ফোর্স টর্নেডোস নামের বিমানটি ‘সিরিয়ায় প্রথম অভিযান চালিয়ে ও জিহাদী লক্ষ্যবস্তুতে আঘাত হেনে’ ফিরে এসেছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।