
পুলিশ ও স্থানীয়রা জানান, “তাড়াশ উপজেলার নাদৌ সৈয়দপুর গ্রামের আলতাফ হোসেন তার মেয়ে ও ছেলেকে সাথে নিয়ে সোমবার বিকেলে বাড়ির পাশে চলনবিলে মাছ ধরতে যায়। রাত পর্যন্ত তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত অনেক খোজাখুঁজি করেও তাদের কোনো হদিস পায়নি।” তাড়াশ থানার এসআই মনিরুজ্জামান জানান, “মঙ্গলবার সকালে বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধারের জন্য চলনবিলে যায়। তবে, এটা হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার জন্য কাজ করছে পুলিশ।”