বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে। অন্তত তিনবার প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর থেকে জানা গেছে ভূমিকম্পনের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৬২ কি.মি পূর্বে ভারতের ত্রিপুরা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। গভীরতা ছিল ৩৬.১ কিশোমিটার।
ভূমিকম্পের সময় রাজধানী কেঁপে উঠলে অনেকের মাঝেই আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় বহুতল ভবন থেকে অনেকে বাইরে বের হয়ে আসেন। তবে দেশের কোথাও এ কারণে এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।