স্টাফ রিপোর্টার: আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে মা-শিশু ও দুই শ্রমিক আহত হয়েছেন। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় ছয়তলা ভবনের আরএন নামে তৈরি পোশাক কারখানার তৃতীয় তলায় বয়লারের বিস্ফোরণ ঘটে। এ সময় ডা. দুলালের মালিকানাধীন ভবনের কারখানার তৃতীয় তলার দক্ষিণ পাশের দেয়াল ধসে পাশের টিনশেডের বাসার উপরে পড়ে। ওই ঘরে থাকা রাজিয়া বেগম ও তার এক বছর বয়সী শিশু ইটের নিচে চাপাপড়ে গুরুতর আহত হন। একই সময়ে কারখানাটিরও দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে আশুলিয়ার হাবিব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। মা রাজিয়া ও শিশুটির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় কারখানাটিতে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেননি ভবনটির মালিকপক্ষের লোকজন। বয়লার বিস্ফোরণের ব্যাপারে কারখানার মালিক টিপু সুলতানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ঘটনাটি এড়িয়ে যান।
এদিকে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, বয়লার বিস্ফোরণের ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখাসহ আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।