স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৪৫তম বিজয় দিবস উপলক্ষে আজ সকালে এখানে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাষ্ট্রপতি সকাল ৬ টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীগণ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীগণ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, কূটনীতিকগণ, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ এবং উচ্চপর্যায়ের বিভিন্ন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইতে স্বাক্ষরও করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।