স্টাফ রিপোর্টার: মোবাইল বন্ধ রেখে ছুটি উদযাপন করবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাজিরাও মস্তানি’ সিনেমার সাফল্য উদযাপন করতে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছেন তিনি। এ সময় মোবাইল ফোন বন্ধ রাখবেন। কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না।
মোবাইল বন্ধ রেখে কোথায় কোথায় যাচ্ছেন প্রিয়াঙ্কা? এ বিষয়ে কিছুই জানাতে চান না এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা বলেন, ‘তিন বছর পর ছুটি নিচ্ছি। বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের বাইরে থাকব। তবে কোথায় যাচ্ছি বলব না। মোবাইলও বন্ধ থাকবে। তাই কেউ যোগাযোগ করতেও পারবেন না।’
এদিকে ‘বাজিরাও মস্তানি’র সাফল্যের জন্য সমস্ত কৃতিত্ব পরিচালক সঞ্জয় লীলা বানশালিকেই দিতে চান প্রিয়াঙ্কা।
তিনি বলেন, ‘সিনেমাটিতে কাশীবাঈ বিশেষ চরিত্র। এ ধরনের চরিত্রে আমি এর আগে অভিনয় করিনি। পরিচালক আমাকে এই চরিত্রটিতে অভিনয় করার সুযোগ দিয়েছেন।’