অগ্রসর রিপোর্ট :মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টাফেন দুজারিক সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একথা জানান।
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ রাজনৈতিক নেতাদের আটক করে।
জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার ব্যবস্থায় মারাত্মক আঘাত হানবে।
জাতিসংঘ মহাসচিব সামরিক নেতৃত্বকে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যে কোনও মতপার্থক্য সমাধান করা উচিত। সব নেতাকে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তর স্বার্থে, অর্থবহ সংলাপে লিপ্ত হওয়া, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে পুরোপুরি সম্মান করতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারে গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বসংস্থার অটল সমর্থন অব্যাহত থাকবে।