স্টাফ রিপোর্টার: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী সন্তানের মা হলেন। বুধবার সকালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের পর পরই রানী ও তার স্বামী আদিত্য চোপড়া তাদের মেয়ের নাম রেখেছেন আদিরা।
রানী মা হতে চলেছেন- এ খবর সবার জানা ছিল আগে থেকেই। বুধবার সকালে রানীর কন্যাসন্তানের জন্মের খবর প্রথম টুইটারে প্রকাশ করেছেন ঋষি কাপুর। এক টুইটবার্তায় ঋষি কাপুর জানান, রানী আর আদিত্য এখন কন্যাসন্তানের গর্বিত মা-বাবা।
অন্যদিকে, করণ জোহর টুইটারে লেখেন, ‘আজ থেকে আমি মামা হলাম।’
২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ইতালীতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রানী মুখার্জী ও আদিত্য চোপড়া। বিয়ের পরেও বেশ কিছুদিন তারা গোপন রাখেন খবরটি। পরে লুকোচাপার ভেতর থাকেনি বিয়ের খবরটি।