জার্মানির মিউনিকে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার ঘটনায় সিসি টিভির ফুটেজে কালো পোশাকধারী এক বন্দুকধারীকে শনাক্ত করেছে পুলিশ। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়।
সিসি টিভির ওই ফুটেজে দেখা গেছে, একজন কালো পোশাক পড়া বন্দুকধারী শপিং সেন্টারের বাইরে ম্যাকডোনান্ডের দোকান লক্ষ্য করে কমপক্ষে ২০টি গুলি করেছে। এ সময় আশপাশের লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।
ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী গুলি করতে করতে শপিং সেন্টারের কার পার্কিং ভবনের ছাদে উঠছে। হামলাকারীকে ধরতে শহরের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে ভবনের সামনে রাস্তায় এক ব্যক্তি পড়ে আছে। যার গায়ে একটি কম্বল রাখা আছে।
হামলার সঙ্গে সঙ্গে পুলিশ সবাইকে শপিংমল খালি করার নির্দেশ দিয়েছিল বলেও জানান লিন স্টেইন।
জানা যায়, ঘটনার সঙ্গে সঙ্গে জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে। পুলিশ বড় ধরনের অভিযানে নামে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।