
বঙ্গোপসাগরে মোতায়েন উপকূলরক্ষী বাহিনীর প্রতিটি ইউনিটকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে৷ ভোর থেকেই উপকূলরক্ষীরা তটরেখা সংলগ্ন বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছেন৷ নৌবাহিনীও প্রস্তুত৷ ভারদার আক্রমণ শুরু হলেই বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজে নেমে পড়েছেন উপকূলরক্ষীরা৷ তৈরি আরও ব্যাক আপ টিম৷ এনডিআরএফ কর্মীরাও প্রস্তুত৷ তাঁদের মোতায়েন করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বিভিন্ন স্থানে৷

ভারদার আক্রমণ থেকে বাঁচতে উপকূল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডু প্রশাসনকে কড়া সতর্ক থাকার নির্দেশ জারি করেছেন৷ স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে মৌসম ভবন৷

আবহাওয়া বিভাগের সতর্কবার্তা-সোমবার বোলা ১২টা নাগাদ প্রবল শক্তি নিয়ে উপকূলের মাটিতে আছড়ে পড়বে ভারদা৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরমে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ জানিয়েছে আবহাওয়া বিভাগ৷ অন্যদিকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর, পারকাসাম জেলাতেও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে৷ তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷
ভারদা আপডেট:
# ভারদার দাপটে চেন্নাই থেকে কোনও ট্রেন ছাড়তে পারছে না৷ তেমনি চেন্নাইয়ে প্রবেশ করতেও পারছে না৷ দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেনের যাত্রাসূচি বাতিল করা হল
# উপকূল থেকে আরও ভিতরে ঢুকছে ভারদা৷তামিলনাড়ুর উপকূল থেকে অন্তত ৭ হাজার জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ অন্ধ্র্রের উপকূল থেকে সরানো হয়েছে ৯ হাজার বাসিন্দাকে৷ উদ্ধার ও ত্রাণ বন্টনে চেন্নাইয়ের তাম্বারামে প্রস্তুত বায়ুসেনা৷
#চেন্নাই শহরের চারিদিকে তাণ্ডবের চিহ্ন৷ভারদা ঘূর্ণিঝড় ঘণ্টায় ১২০ কিলোমিচার গতিবেগে আছড়ে পড়েছে তামিলনাড়ুর উপকূলে৷ভারদা মানে লাল গোলাপ৷ এই নাম দিয়েছে পাকিস্তান৷
# ভারদার প্রভাবে উথালি পাথালি বঙ্গোপসাগর৷ চেন্নাইয়ের উপকূলে আছড়ে পড়ছে ঢেউ৷
# ভারদার দাপটে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই৷বিমানবন্দর জলে ডুবু ডুবু৷আবহাওয়া প্রতিকূল থাকায় সব উড়ান স্থগিত করা হয়েছে৷
# ঘূর্ণিঝড় ভারদার দাপটে ভেঙে পড়েছে অনেক গাছ৷ দুই ব্যক্তির মৃত্যু হল চেন্নাইতে৷
# উপকূলরক্ষীরা প্রস্তুত৷ তৈরি নৌবাহিনীও৷ উদ্ধারকাজে নেমে পড়ার আগে উপকূলরক্ষীরা৷
# ঘূর্ণিঝড় ভারদার আক্রমণে বিপর্যস্ত চেন্নাই৷ উপকূল সংলগ্ন এলাকা ছাড়িয়ে মূল ভূখণ্ডে ঢুকতে আরও কিছু পরে প্রবেশ করবে ভারদা৷চেন্নাইয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও শুরু ভারি বর্ষণ৷
# ভারদার প্রভাবে বিধ্বস্থ চেন্নাই৷ বিদ্যুতহীন পুরো শহর৷ ভেঙে পড়েছে গাছ৷ উপকূল অশান্ত৷তৈরি উপকূলরক্ষী বাহিনী৷ সতর্ক নৌবাহিনী৷
তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ল ভারদা৷ ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে ঢুকে পড়েছে লাল গোলাপের ঝড় ভারদা৷পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর৷
# চেন্নাই থেকে বেশি দূরে নয় ভারদা৷ শুরু হয়ে গিয়ে প্রবল বৃষ্টি৷ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ৷ স্তব্ধ চেন্নাইয়ের জনজীবন৷
সূত্র: কলকাতা২৪