অগ্রসর রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ভারত যখন করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশও ঠিক একই সময়ে ভ্যাকসিন পাবে। দিল্লির পক্ষ থেকে ঢাকাকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভ্যাকসিন সরবরাহ করার জন্য ভারতের সর্বোচ্চ পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট করোনার ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না খবরের পরিপ্রেক্ষিতে সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির কাছে জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বাংলাদেশও ভারতের সঙ্গে একই সময়ে ভ্যাকসিন পাবে।
একে আবদুল মোমেন বলেন, ‘দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় যে চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে ভ্যাকসিনের বিষয়ে অন্য ব্যান (নিষেধাজ্ঞা) থাকতে পারে। কিন্তু যেহেতু একদম উচ্চ পর্যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলাপ করে এটা হয়েছে, কাজেই বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। কোনও ধরনের ব্যান এখানে কার্যকর হবে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমাদের চিন্তার কারণ নেই। তারা বলেছে বাংলাদেশের এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দ্বিতীয়ত, তারা বলেছে সেরাম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা যা বলেছেন তা উনার একান্ত ব্যক্তিগত অভিমত। এটি ভারত সরকারের নীতি নয়।’
অন্য কোনও দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’