স্টাফ রিপোর্টার: পাকিস্তান সীমান্তের কাছে ভারতের বিমান ঘাঁটিতে শনিবারের ভয়াবহ হামলাকে ‘একটি জঘন্য সন্ত্রাসী কাজ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
এই ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের খুঁজে বের করতে প্রতিবেশী দেশ দুটিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার ভোরে ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হামলায় তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার হামলাকারীও নিহত হয়।
এই ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সন্ত্রাস মোকাবেলায় জোরালো অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস এবং এই জঘন্য হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা ওই এলাকার সকল দেশকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।