অগ্রসর রিপোর্ট:ভারত মহামারি করোনাভাইরাসের নতুন নতুন ধরনের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পরে দেশটিতে আবার দেখা দিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। নতুন এই ধরনে ইতোমধ্যে দেশটিতে তিনজন মারা গেছেন। এর মধ্যে মুম্বাইয়ের ৬৩ বছর বয়সী এক নারীও রয়েছেন।
করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু দেখল মুম্বাইয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ডেল্টা প্লাসে মারা যাওয়া নারীর বয়স ৬৩ বছর। গত ২১ জুলাই তার শরীরে এই ধরনটি শনাক্ত হয়। শহরে যে সাতজনের শরীরে এই ধরন শনাক্ত হয়েছিল, তাদের মধ্যে ওই নারীও ছিলেন। মারা যাওয়া নারী করোনা টিকার দুই ডোজও নিয়েছিলেন। তবে তার ডায়াবেটিসসহ বেশকিছু শারীরিক সমস্যা ছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ৪৭৭ জনের।
গত কয়েকদিন ধরেই দেশটিতে সংক্রমণ ৪০ হাজারের আশেপাশে থাকছে। মৃত্যুও হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন করে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৭৬১ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৪৩ লাখ ৫৭ হাজার ৩৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ২২৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৯৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন।