তিনি বলেছেন, মানবাধিকার বিষয়ে তার সোচ্চার থাকার অপরাধে তাকে চীন অভিমুখী একটি বিমানে উঠতে দেয়া হয়নি। একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি হংকং থেকে চীনে যাচ্ছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনে জন্মগ্রহণকারী ২৫ বছর বয়সী অভিনেত্রী অ্যানাস্তাসিয়া লিন মে মাসে মিস ওয়ার্ল্ড কানাডা নির্বাচিত হন।
তিনি বলেন, চীন তাকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য সমুদ্র তীরবর্তী পর্যটন নগরী সানিয়ায় ঢুকতে দিচ্ছে না ।
বৃহস্পতিবার রাতে লিন জানান, যারা মন খুলে কথা বলেন চীন কর্তৃপক্ষ তাদের দমন করছে।
এই সুন্দরীকে হংকং থেকে চীনের মূল ভূখ- অভিমুখী একটি বিমানে উঠতে বাধা দেয়ার পর হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এ কথা বলেন।
লিন শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মানবাধিকার ইস্যু নিয়ে কাজ করি বলেই চীন সরকার আমার উপর ক্ষুব্ধ।’
চীনে দুর্নীতি ও ধর্মের ওপর দমনপীড়ন নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
কেন চীন একজন বিউটি কুইনকে নিয়ে উদ্বিগ্ন হবে দেশটির প্রতি এই প্রশ্ন করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।