অগ্রসর রিপোর্ট : বহুল আলোচিত শিশু অধিকারের গল্প নিয়ে বিনা কর্তনে ছাড়পত্র পেল লাকী মুভিজ এর প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘শেষ চুম্বন’। মূলত পারিবারিক প্রেক্ষাপট আর শিশু নির্যাতন বন্ধের দাবিগুলো নিয়েই সাজানো হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, শেষ চুম্বন এ বছরের প্রথম দিকেই শুভমুক্তি দেওয়া হবে। চলচ্চিত্রটি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোন্তাহিদুল লিটন। অভিনয় করেছেন নবাগত সাগর আহমেদ, সানজিদা তন্ময়, রাইসা (শিশু শিল্পী), শিমুল খান, কাদেরীসহ আরো অনেকেই। আর সঙ্গীত পরিচালনা করেছেন এঞ্জেলা মনজুর, ওয়ালিদ ও অরূপ। এছাড়াও চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন বাধঁন, এঞ্জেলা মনজুর ও খুদে গানরাজ আশা।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।