স্টাফ রিপোর্টার: বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ভারতরে চেন্নাইয়ে বন্যাদুর্গতদের জন্য ১ কোটি রুপি সাহায্য দিচ্ছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দান করা হবে। মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন কিং খান। বন্যাদুর্গত চেন্নাই শহরে এরই মধ্যে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এক লিটার দুধের প্যাকেট বিক্রি হচ্ছে ১০০ রুপিতে। এক বোতল পানির দাম ১৫০ রুপি।
চেন্নাইয়ের এই দুঃসময়ে তাদের পাশেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন শাহরুখ। এর আগে রজনীকান্ত, ক্রিকেটর মুরলী বিজয়, অশ্বিনসহ একাধিক তারকা চেন্নাইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় যোগ হলেন শাহরুখ খান।