অগ্রসর রিপোর্ট :অত্যন্ত নির্লজ্জভাবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিয়েছিল ইউরোপের চারটি দেশ। তারা পক্ষ নেয় ইসরাইলের। এ ঘটনার প্রতিবাদ জানাতে দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক ও বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
সম্প্রতি গাজায় নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জরুরি বৈঠক ডাকে। এতে নির্লজ্জভাবে দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেয় মানবাধিকার নিয়ে গলাবাজি করা ইউরোপের ওই চার দেশ।
এ কারণে ফিলিস্তিনের পররাষ্ট্র সচিব আমল জাদৌ মঙ্গলবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক ও বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন।
আমল জাদৌ বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের এ ভোট মানেই ইসরাইলের দখলদারিত্ব, জবর দখল, নৃশংসতা, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাযজ্ঞকে সমর্থন করা।
এছাড়াও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন।
এদিকে ইসরাইলের পক্ষ নেয়ায় ওই চারটি দেশের সমালোচনা করছেন গোটা দুনিয়ার মানবতাবাদী মানুষ। তারা বলছেন, মুখে মানবাধিকার নিয়ে ফেনা তুলে ফেলা দেশগুলোর ভণ্ডামির স্বরূপ উন্মোচিত হয়েছে।