অগ্রসর প্রতিবেদক: বলিউড তারকা প্রীতি জিনতা চলতি বছরেই বিয়ে করেন। গত ২৯ ফেব্রুয়ারি পরিবারের সদস্য ও খুব কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন প্রীতি ও জিন গুডেনাফ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রীতির বর জিন গুডেনাফ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন।
ভারতের মুম্বাইয়ে শুক্রবার তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন অনেক তারকা। শাহরুখ খান, শহীদ কাপুর, অভয় দেওল, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, সুস্মিতা সেন, লারা দত্ত, করণ জোহর, ডিনো মোরিয়া, ফারাহ খান, ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।
অনুষ্ঠানে সালমান খান এসেছিলেন প্রেমিকা লুলিয়াকে সঙ্গে নিয়ে। বিবাহোত্তর সংবর্ধনার আগের দিন স্বামী, মা আর শাশুড়িকে নিয়ে তাজমহলে ঘুরেন প্রীতি।
প্রীতি জিনতা এর আগে নেস ওয়েদিয়ার নামের একজন শিল্পপতির সঙ্গে প্রেমে সম্পর্কে জড়িছিলেন। নেস ওয়েদিয়ার প্রীতির ব্যবসায়িক পার্টনারও ছিলেন। সেই প্রেম ভেঙে যাওয়ার পরই গুডেনাফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান প্রীতি