অগ্রসর রিপোর্ট :দেশে করোনার টিকা এলে প্রতিদিন দুই লাখ ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জেলা পর্যায়ে চারটি টিম, উপজেলা দুটি এবং হাসপাতালে ৬টি টিম কাজ করবে। প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায় ছাড়া জেলা, উপজেলা পর্যায়ে প্রতিদিন দুই লাখ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
ভারতের উপহারের টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল অথবা পরশুদিন আসবে ভারতের পাঠানো উপহারের টিকা। আগের শিডিউল অনুযায়ী সেরামের থেকে কেনা টিকা আসবে। তবে ফ্লাইট শিডিউল হাতে পেলে বলে দেয়া হবে কবে কোন সময় আসবে।
তিনি বলেন, ‘জাতীয় পরিকল্পনা অনুযায়ী টিকা আগে এলে আগেই প্রয়োগ হবে। ২০ লাখ আর পরের ৫০ লাখের টিকা মজুতের প্রস্তুতি আছে। প্রস্তুতি তো শুধু মুখে বললেই হবে না। প্রস্তুতির জন্য আমাদের কোল্ড চেইন ঠিক রাখা, পরিবহন ব্যবস্থা করতে হয়েছে। অর্থের ব্যবস্থা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় আমাদের প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড় দিচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে শিডিউল অনুযায়ী। প্রতিক্রিয়া দেখা দিলে সে বিষয়ে প্রস্তুতি নেয়া আছে। টিকা প্রয়োগের জন্য ২৮ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।’
পৃথিবীর অনেক দেশে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবার আগে টিকা নিচ্ছে, বাংলাদেশেও তেমন হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা চিন্তা করেছি যাদের সবচেয়ে আগে প্রয়োজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে আমরা তাদের আগে টিকা দেব।’