অগ্রসর রিপোর্ট : নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ও আরো কয়েকশ আহত হয়েছে। ঝড়ের আঘাতে দেশটির বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং গাছপালা ও বৈদ্যুতিক তাদের খুঁটি উপড়ে গেছে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঝড়ের পাশাপাশি বজ্রপাতে বারা জেলা ও এর আশপাশের এলাকাগুলোতে রোববার রাতে অন্তত ২৭ জন মারা গেছে ও আরো ৬শ’র বেশি লোক আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় বাসিন্দা রাম বাবু প্যাটেল (৪৫) টেলিফোনে বলেন, ‘ঝড়টি আমার ঘর, আমার পরিবার সবকিছু শেষ করে দিয়েছে।’
বারা গ্রামে ঝড়ের আঘাতে তার স্ত্রী মারা গেছে।
স্বেচ্ছাসেবী প্রকাশ থারু বলেন, ‘ঝড়টি এর গতিপথে সবকিছুই ধ্বংস করে দিয়েছে। ঝড়ের আঘাতে বাড়ির ছাদ উড়ে গেছে ও গাছপালা উপড়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘জরুরি ভিত্তিতে খাবার ও ত্রাণ সামগ্রী প্রয়োজন।’
স্থানীয় ও জেলা হাসপাতালগুলোতে উপদ্রুত এলাকা থেকে আহত রোগী আসায়, স্থান সংকুলান হচ্ছে না।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক টুইট বার্তায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আহতদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
নেপালে বসন্তকালে ঝড়ের আঘাতে এতো বিপুল সংখ্যক হতাহত হওয়া খুবই ব্যতিক্রমী ঘটনা।