অগ্রসর রিপোর্ট : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে টাইফুন শাবার আঘাতে ৬ জনের মৃত্যু ও ৪ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে।
তবে ঝড়ের তা-ব শেষে বৃহস্পতিবার কর্তৃপক্ষ ধ্বংসস্তুপ পরিষ্কার করে ফেলেছে।
বুধবার কোরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঝড়টি বয়ে যায়। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী বুসান বন্দর ও শিল্প নগরী উলসানে ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
উলসানে এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের কাছেই পানিতে ডুবে মারা গেছে এবং এক নারীকে বন্যার পানিতে প্লাবিত একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে মৃত পাওয়া গেছে।
ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকার ২ লাখ ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে কোরিয়া ইলেক্ট্রিক পাওয়ার কর্পো. জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
উলসানে ঝড়ের সময় দুটি গাড়ি কারখানা বন্ধ করে দেয়া হয় এবং বন্যার ক্ষতির কারণে বৃহস্পতিবার একটি কারখানা রন্ধ রয়েছে। উলসানে বিখ্যাত কোম্পানি হাইয়ুনদাই মোটোরের প্রধান কারখানাগুলো অবস্থিত।
কোম্পানির এক নারী মুখপাত্র বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব পুনরায় আমাদের কার্যক্রম শুরু করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো সময়ের প্রয়োজন।’
সরকারি নজরদারীর ক্যামেরাগুলির ভিডিওচিত্রে বন্যার পানিতে নিমজ্জিত রাস্তায় গাড়ি, রেফ্রিজারেটর ও অন্যান্য ধ্বংসাবশেষ ভাসতে এবং কোমর সমান কাদা পানিতে মানুষকে কষ্ট করে চলাফেরা করতে দেখা গেছে।
ঝড়ের কারণে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এর প্রস্তুতিও বিঘিœত হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানটির পর্দা উঠার কথা রয়েছে।
বুসানের প্রধান দ্বীপ হায়েউন্দাই বিচে উৎসবটি আয়োজনের কথা ছিল। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে স্থানটি বাতিল বা অনুষ্ঠানটি ইনডোরে আয়োজন করা হতে পারে।