
নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, দারুণ একটি গল্পের নাটকে অভিনয় করলাম। কিছুটা কমেডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন । এস আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন অনিন্দ্য মামুন। এতে আরো অভিনয় করেছেন নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমুসহ অনেকে। নাটকটি চলতি মাসেই কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে।