স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির টয়লেট থেকে গায়ে আগুন লাগা অবস্থায় ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের এক ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে টিএসসির দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে ওই ছাত্রীর চিৎকার ও ধোঁয়া দেখে অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন মাহবুব খানসহ অন্য শিক্ষার্থীরা। মাহবুব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করেই বাথরুম থেকে আর্তচিৎকার শুনে আমরা এগিয়ে যাই। দেখি সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর টয়লেটের দরজা ভেঙে ফেললে জ্বলন্ত অবস্থায় আমরা পাই। আগুন নিভিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
কবি সুফিয়া কামাল হলের ওই ছাত্রীর শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম।
এদিকে ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানিয়েছেন, সম্প্রতি বয়ফ্রেন্ডের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এ নিয়ে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দগ্ধ শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেলে যান ও সুষ্ঠু চিকিৎসার জন্য চিকিৎসকদের ব্যবস্থা নিতে বলেন।