
স্টাফ রিপোর্টার: জনপ্রিয় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল সম্প্রতি বাজারে এনেছে ভিন্নধর্মী এক ট্যাব। ল্যাটিটিউট-১২ নামের এই ট্যাবটি বর্তমান প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে বেশি টেকসই এবং নির্ভরযোগ্য ট্যাব, দাবি ডেলের। নতুন প্রযুক্তির এই ট্যাব যেকোনো পরিবেশে আপনাকে দেবে যেমন-তেমন ব্যবহারের সুবিধা। হোক সে যুদ্ধাবস্থা বা দুর্যোগপূর্ণ কোনো কঠিন পরিবেশ।
অদ্ভুত সামরিক যন্ত্রাকৃতির এই ট্যাবটি আপনি রাগের বসে, ৪ ফুটের বেশি উঁচু থেকে ছুড়ে মারলেও সামান্যতম ভাঙবে না। এর অন্যতম বৈশিষ্ট্য হল, এটি যেমন মাইনাস শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে ব্যবহার উপযোগী, তেমনি আবার ৬৫ ডিগ্রি উপরের তাপমাত্রায়ও সমানভাবে ব্যবহার করা সম্ভব। এটিতে ধুলো বা কাদা মাখলেও আপনি পরিষ্কার করে আবার তা আগের মতোই ব্যবহার করতে পারেন।
পঞ্চম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর যুক্ত এই ট্যাবটিতে রয়েছে একটানা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সুবিধা। রয়েছে উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুবিধা। রয়েছে এসএসডি ৫১২ জিবি অভ্যন্তরীণ সংরক্ষণ ব্যবস্থা। এর ১১ দশমিক ৬ ইঞ্চির এইচডি মনিটর দিচ্ছে ঝকঝকে ছবির নিশ্চয়তা। সামরিক গ্রেডে কাজ করা ক্ষমতা-সংবলিত এই ট্যাবটি একটানা দীর্ঘ সময় চললেও গরম হবে না।
ডেলের দাবি, ল্যাটিটিউট-১২ রাগেড ডিভাইসটি বিভিন্ন কঠিন কাজের ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে তৈরি। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর, আপদকালীন ত্রাণকর্মীদের এবং কারখানার গুরুত্বপূর্ণ কাজে মূলত এটা ব্যবহার করার উপযোগী।