অগ্রসর রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই শপথ নেন তিনি। সন্ধ্যার পর থেকেই শুরু হয় শপথ অনুষ্ঠান।
এতে অংশ নিয়েছেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারা ছাড়াও আট হাজারের বেশি বিশিষ্টজন।
এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা।
শনিবার সকাল ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান।
মোদির শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে দিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও নেতৃবৃন্দ রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু কর্তৃক আয়োজিত ভোজসভায় যোগ দেবেন।