স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লেফটেনেন্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধে জেনারেল জ্যাকবের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাঙালি জাতি তাঁকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
আবদুল হামিদ বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারিয়েছে।
তিনি জেনারেল জ্যাকবের আত্মার মুক্তির কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল জ্যাকব দীর্ঘদিনের অসুস্থতার পর ৯২ বছর বয়সে আজ সকালে দিল্লীর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।