
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৫০ কিলোমিটার (৪৭০মাইল) উত্তরে দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের ৫০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর ১২ টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩২৫) ভূমিকম্পটি আঘাত হানে।
তাৎক্ষণিকভাবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। যদিও এনএইচকে টিভির ভিডিও চিত্রে ভূমিকম্পের ফলে বড় ধরনের ঝাঁকুনির ঘটনা ধারণ করা হয়।