স্টাফ রিপোর্টার: চীনের দক্ষিণাঞ্চলে রোববার প্রবল ভূমিধসে ২২টি ভবন মাটিতে দেবে গেছে এবং ৪১ ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৫০০-এর বেশি জরুরি উদ্ধার কর্মী উদ্ধার কাজে নেমেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলে হংকং সীমান্তের কাছাকাছি শেনঝেন নগরীর এই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই সাত জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এদের মাত্র একজন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিরূপণ হয়নি। নিখোঁজ ৪১ জন সম্পর্কে সিনহুয়ার খবরে বিস্তারিত উল্লেখ নেই।
শেনজেন ইভিনিং নিউজ সংবাদপত্রের খবর অনুসারে সকালে এ ভূমিধসের আগেই প্রায় নয়শ’ লোক নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসি টিভির খবরে বলা হয়, এ ভূমিধসে শ্রমিকদের দু’টি ডর্টিটরিসহ ২২টি ভবন মাটিতে দেবে যায়। এতে শেনঝেনের জননিরাপত্তা ব্যুরোর উপ-প্রধান রেন জিগুয়াং-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, বেশিরভাগ লোককে দুর্ঘটনার আগেভাগে অন্যত্র সরিয়ে ফেলা হয়।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। সিনহুয়ার পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, যেখানে ভবনগুলো দাঁড়িয়ে ছিল সেখানে এখন বিশাল ধূলি মেঘ ও ভাঙ্গা ইট-পাথরের টুকরোর স্তূপ। ঘটনাস্থলের কাছে কয়েকটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।
গতমাসে ঝেজিয়াং প্রদেশের গ্রামাঞ্চলে এক ভূমিধসে ২৭টি বাড়ি সম্পূর্ণরূপে মাটিতে তলিয়ে যায়। ওই ভূমিধসে ৩৮ ব্যক্তির মৃত্যু হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।