
আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে গত বছর সফল হলিউড অভিষেক হয় এ বলিউড সুন্দরীর। এরপর অস্কার, অ্যামিসহ গুরুত্বপূর্ণ সব অ্যাওয়ার্ডের আসরের নিয়মিত মুখ তিনি। যেচে নয়, আমন্ত্রণ পাওয়ার পরই এসব অনুষ্ঠানে নিজের চেহারা দেখিয়েছেন প্রিয়াঙ্কা।
এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে টিমোথি ওলিফ্যান্ড ও জাস্টিন থ্যারক্সের পাশাপাশি উপস্থাপনাও করতে দেখা যায় তাকে। এর আগে অস্কারে উপস্থাপনার দায়িত্ব সফলভাবে পালন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।