স্টাফ রিপোর্টার: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা এবং মুকুট পরানোর পর জানা গেল হয়ে গেছে মস্তবড় ভুল! আসলে বিজয়ী নাকি অন্য একজন। মিস কলম্বিয়া আরিয়াদমা গুইতিয়েরেজের মাথা থেকে মুকুট খুলে পরানো হলো মিস ফিলিপিন্স পিয়া অ্যালেঞ্জোর মাথায়।
২০১৫ সালে মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মিস ফিলিপিন্স পিয়া অ্যালোঞ্জো। কিন্তু মিস ইউনিভার্স ঘোষিত হওয়ার আগে ঘটে যাওয়া ঘটনা নিয়েই এখন চলছে বিভিন্ন আলোচনা। এবারের মিস ইউনিভার্স অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মার্কিন কমেডিয়ান স্টিভ হার্ভে।
তিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রথমে তিনি দ্বিতীয় রানারআপ মিস আমেরিকা অলিভিয়া জর্ডানের নাম ঘোষণা করেন। তার পর প্রথম রানারআপ হিসেবে মঞ্চে ডাকেন মিস ফিলিপিন্সকে। এর পর তিনি ঘোষণা করেন এবারের মিস ইউনিভার্স মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিএরিজের নাম।
মিস কলম্বিয়া যখন আনন্দে ভাসছিলেন তখনই সঞ্চালক স্টিভ হার্ভে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে জানান, তিনি কার্ডে লেখা নাম পড়তে ভুল করেছেন, মিস কলম্বিয়া প্রথম রানারআপ হয়েছেন।
বিজয়ী হওয়ার এক মুহূর্তের সুখস্বপ্ন ভুলে আরিয়াদমাকে রানারআপের খেতাব নিয়েই বাড়ি ফিরতে হলো।
ইভেন্ট শেষে এ বছরের সেরা সুন্দরী পিয়া জানিয়েছেন, আরিয়াদমার মাথা থেকে মুকুট খোলার মুহূর্ত তাকে কষ্ট দিয়েছে। তিনি মনেপ্রাণে চেয়েছিলেন এই প্রতিযোগিতা যেন আরিয়াদমাই জেতেন।