অগ্রসর রিপোর্ট : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে তরুণদের সাথে রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
‘৬ দফা থেকে স্বাধীনতা’ শীর্ষক তরুণদের সাথে রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে আজ রাত ৮টা ১০ মিনিটে।
সাবেক ছাত্রনেতা ও কলামিষ্ট সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেবেন সাবেক ছাত্রনেতা ও ডাকসুর ভিপি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ওয়েবিনারটি দেখা যাবে।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।