স্টাফ রিপোর্টার: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবার এশিয়া মহাদেশের সেরা আবেদনময়ী নারীর খেতাব জিতলেন। যুক্তরাজ্যের ম্যাগাজিন ‘ইস্টার্ন আই-এর জরিপে এশিয়ার সেরা আবেদনময়ী নারী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে।
গত বছর এশিয়ার সেরা আবেদনময়ী নারীর খেতাব জিতেছিলেন দীপিকা পাড়ুকোন। এর আগে টানা তিনবার এই স্বীকৃতি নিজের দখলে রেখেছিলেন প্রিয়াঙ্কা। এবার দীপিকাকে টপকে সেই স্বীকৃতি আবারো পুনরুদ্ধার করলেন প্রিয়াঙ্কা।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমাটিতে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।