
সালমানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনদিন প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি তাকে। সালমান প্রসঙ্গ এড়াতে এর আগে বেশ কয়েকবার ‘কফি উইথ করণ’–এ আসার প্রস্তাব খারিজ করেছেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি ক্যাটরিনা বেপরোয়া হয়ে গেছেন। তাই বলিউডে তাকে জায়গা করে দেওয়া সালমানকে খোঁচা দিতে দু’বার ভাবছেন না। শুধু সালমানই নয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরের ওপরও নাকি বেশ রেগে আছেন তিনি। করণকে তিনি বলেছেন, বরুণ এবং অর্জুন নাকি তাকে একেবারে অপছন্দ করেন। তার নামে যা তা বলে বেড়ান।