অগ্রসর রিপোর্ট :এবার চীন তিন বছরের শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে। আজ রবিবার সিনোভ্যাকের চেয়ারম্যান ইন উইডং এ তথ্য নিশ্চিত করেছেন। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক উৎপাদিত করোনাভ্যাক এই অনুমোদন পেয়েছে। খবর গ্লোবাল টাইমস ও এনডিটিভির।
ইন উইডং জানান, তিন বছরের শিশু থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীকে সিনোভ্যাকের টিকা দেওয়া যাবে। তবে জরুরি ব্যবহারের জন্য কোন বয়সী গ্রুপ থেকে শুরু হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গেল মে মাসে চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।