স্টাফ রিপোর্টার: লিবিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ইসলামিক স্টেট (আইএস) জিহাদি প্রবেশ করেছে। অন্যদিকে বেশ কয়েক হাজার জিহাদি ইরাক ও সিরিয়া ছেড়ে চলে গেছে।
বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা একথা জানান।
তিনি বলেন, লিবিয়ার এখন প্রায় ৫ হাজার আইএস যোদ্ধা রয়েছে।
আগের হিসেবে দেশটিতে ২ হাজার থেকে ৩ হাজার জিহাদি ছিল।
ওই কর্মকর্তা আরো বলেন, এখন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইরাক ও সিরিয়ায় ১৯ হাজার থেকে ২৫ হাজার আইএস যোদ্ধা রয়েছে। এর আগে এই সংখ্যা ছিল ২০ হাজার থেকে ৩৩ হাজারের মধ্যে।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।