শুভ জানান, ছবিতে তার উপস্থিতি ও চরিত্রটি সম্পর্কে জানতে সবাইকে অপেক্ষা করতে হবে একেবারে ছবির শেষ দৃশ্য পর্যন্ত। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অতিথি হিসেবে হাজির হয়েছেন তিনি।
প্রথম আলোকে শুভ বলেন, ‘বাইরের দেশের সিনেমাগুলোয় অনেক বড় তারকারা এ ধরনের অতিথি চরিত্রে বিশেষ চমক নিয়ে হাজির হন। আমাদের দেশে এই চর্চাটা নেই বললেই চলে। আয়নাবাজি টিমের প্রতিটা মানুষই আমার খুব কাছের ও আপন। তাঁদের কাছ থেকে চমৎকার এই প্রস্তাবটি পেয়ে রাজি না হয়ে পারলাম না।’
গত শুক্রবার অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর চিত্রনাট্য করেছেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। আর ছবিটি প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। মনস্তাত্ত্বিক থ্রিলার ধাঁচের এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাশ ও গাউসুল আলম শাওন প্রমুখ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।