স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্যান্ড বাজারে নিয়ে এসেছে আসুসের ফোনপ্যাড সিরিজের ( FE375CXG ) ট্যাবলেট পিসি।
নতুন ট্যাবলেট পিসিতে রয়েছে ১ জিবি র্যাম, ১৬ জিবি মেমোরি, ৭ ইঞ্চি টাচস্ত্রিন, থ্রিজি কানেকটিভিটির ডুয়েল সিম, ৫ এমপি রিয়ার ক্যামেরা এবং ২ এমপি ফ্রন্ট ক্যামেরা সুবিধা। নেটওয়ার্কিং সংযোজনের জন্য রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ।
ট্যাবলেট পিসির বাজার মূল্য ১৮ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে রয়েছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা।