চেন্নাই-এর তাম্বারম ঘাঁটি থেকে বঙ্গোপসাগরে আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে উড্ডয়নের পর ভারতীয় বিমান বাহিনীর একটি এন-২২ পরিবহন বিমান নিখোঁজ হয়েছে।
বিমানে ২৩ জন যাত্রী আর ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে।
বিমানটির স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ৮.৪৫-এ বিমানটির সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানটিকে খুঁজে বের করার জন্য নৌবাহিনী, বিমানবাহিনী আর উপকূল রক্ষীবাহিনী মিলে এক বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে।
এই অভিযানে একটি ছোট বিমান এবং চারটি জাহাজ অংশ নিচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।