অগ্রসর প্রতিবেদক: স্ট্রোকের পর ডাক্তারের পরামর্শে মাথার খুলির অর্ধেক ফেলে দেওয়ার পরও সুস্থভাবে বেঁচে আছেন কেনি বেইলেয় নামে একজন।
ব্রিটেনের মেট্রোর খবরে বলা হয়, কেনি এখন সুস্থ আছেন এবং কাজও করতে পারবেন। তবে যুক্তরাজ্য সরকার থেকে অসুস্থতার জন্য বেনিফিট সুবিধাটি আর পাবে না সে।
২০১৪ সালে কেনি বেইলেয় স্ট্রোক করে। তখন ডাক্তাররা জীবন বাঁচাতে তার মাথার অর্ধেক অংশ কেটে ফেলে দেন। মাথার ভেতরে একটি কেটে ফেলা অংশ ঢাকতে একটি পাত লাগিয়ে সার্জারি করে। এভাবেই তার মস্তিষ্কের বাকি অংশ রক্ষা পায়।
ডাক্তাররা জানিয়েছে, কেনির দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়ায় তার এমন ক্ষতি হয়।
শরীরের বাম অংশ অকেজো থাকা সত্ত্বেও কেনির প্রতিবন্ধি বেনিফিট সুবিধা তুলে নেওয়ায় বেশ চটেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। বাইরে অনেক মানুষ আছেন যারা এই সুবিধাটি এখনো পেয়ে যাচ্ছে। তারাও কাজের জন্য সক্ষম। কিন্তু আমার মতো মানুষ, যাদের এটি দরকার তারাই পাবে না।’
তিনি বলেন, যদি কেউ আমাকে কয়েক বছর আগে কি হয়েছিল জিজ্ঞেস করে আমি বলতে পারি না। আমাকে আমার ডাক্তারের সঙ্গে দেখা করার দিন তারিখ সব লিখে রাখতে হয় কারণ আমি সেগুলো মনে রাখতে পারিনা।