অগ্রসর রিপোর্ট :আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মরহুম আজাহার আলী ঊনসত্তরের গণঅভ্যূত্থানের সময় শহীদ মতিউর রহমানের লাশের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেন।
তিনি বলেন, তিনি (আজাহার আলী) মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের একজন শুভাকাক্সক্ষী হয়ে কাজ করে গেছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো বলেন, তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারালো।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজাহার আলী মল্লিক গতকাল রাত আটটায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে . . . রাজিউন)
তাঁর বয়েস হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।