
সোমবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে মগবাজার দিলুরোডে প্রাইভেটকার থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পর কয়েকজন দুর্বিত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তারা পালিয়ে যায়। এতে তার ডান পাঁজরে গুলি লাগে। ওই সময় অবস্থানরত পথচারীরা তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রাইভেটকার ছিনতাইয়ের উদ্দেশে তাকে গুলি করা হতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আনোয়ার হোসেনের অবস্থা গুরুত্বর। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।